পবিত্র মক্কা মদিনার দিনগুলি : (পর্ব ১২)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ মুজিবুল হক ০৭ অক্টোবর, ২০১৫, ০৩:৫৯:৫৭ দুপুর

আজ ১৮ই জিলহজ্ব ৩রা নভেম্বর ২০১২ শনিবার. আমি আর মা মাগরিবের নামাজের অনেক আগেই পবিত্র মসজিদুল হারামের "বাব আল ওমরা" দিয়ে প্রবেশ করে মাকে মসজিদের একটি নির্দিষ্ট স্থানে বসিয়ে দিয়ে আমি পবিত্র মসজিদুল হারামের অন্য প্রান্তে চলে আসি. মায়ের সাথে আমাদের কাফেলার মহিলা হাজীরা ছিলেন তাই চিন্তামুক্ত ছিলাম..



"মসজিদুল আয়েশায় আমি "

....."মসজিদুল আয়েশা বা তানিম মসজিদ" হলো পবিত্র কাবার সবচাইতে নিকটস্থ মীকাত. (যারা পবিত্র মক্কা নগরীর নির্দিষ্ট সীমানার মধ্যে বসবাস অথবা অবস্থান করেন তারা যদি পবিত্র ওমরাহ পালন করতে ইচ্ছুক হন তাহলে তাদের পবিত্র মক্কা নগরীর নির্দিষ্ট সীমানার বাইরে গিয়ে যে স্থানে এহরাম দুরস্ত্ অথবা পরিধান করতে হয় সেই স্থানকেই মীকাত বলা হয়)

পবিত্র সাফা মারওয়ায় আমার মা

তবে এই মীকাত অথবা এহরাম বাঁধার স্থান শুধুমাত্র ওমরাহ হজ্বের ক্ষেত্রে প্রাযোজ্য.

মসজিদুল আয়েশায় আমি

যারা তামাত্তু ক্কিরান ও ইফরাদ বা বড় হজ্ব করবেন তাদের মীকাত হলো ৫টি. যথা ১. যুলহুলাইফা. ২. আল জুহফা. ৩.ইয়া লাম লাম. ৪.কারনু মানায়েল ও ৫.যাতে ইর্ক্ক.... প্রথম: (যুলহুলাইফা) বর্তমানে এই মীকাতের নাম "আবারে আলী" .

পবিত্র মসজিদে আয়েশায় আমি

যুলহুলাইফা" অথবা "আবারে আলী" পবিত্র মক্কা নগরী হইতে ৩৩৬ কিলোমিটার দূরে অবস্থিত. ইহা মদীনা বাসীর মীকাত... দ্বিতীয়: (আল জুহফা ) এই স্থানটি একটি গ্রাম. এই গ্রাম ও লোহিত সাগরের দূরত্ব হলো ১০ কিলোমিটার. "আল জুহফা" পবিত্র মক্কা নগরী হইতে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত. আর এই মীকাত মিশর, সিরীয়া, মরক্কো ও এসব দেশের পিছনের দেশ ইতালী, স্পেন বাসীদর জন্য প্রাযোজ্য. বর্তমানে স্থল অথবা নৌপথে এই পথ দিয়ে পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করেন তারা "রাবেগ" হতে এহরাম বাঁধেন কেননা "আল জুহফা" ও "রাবেগ" একই বরাবর...

পবিত্র সাফা মারওয়ায় আমার মা ও আমি

তৃতীয়: (ইয়া লাম লাম) বর্তমানে এই মীকাত "আস সাদীয়া" নামে পরিচিত. আর ইহা সারিবদ্ধ পর্বত মালার একটি পর্বত. "ইয়া লাম লাম" অথবা "আস সাদীয়া" পবিত্র মক্কা নগরী হইতে ৭২ কিলোমিটার দূরে অবস্থিত. এই স্থান ইয়েমেন, ভারতীয় উপমহাদেশ, চীন সহ পূর্ব এশিয়া বাসীর মীকাত.... চতুর্থ : (কারনু মানায়েল) বর্তমান নাম "আস - সাইলুল - কবীর" . এই মীকাতের দূরত্বও মক্কা নগরী হইতে ৭২ কিলোমিটার.

এই স্থান নজদ ও তায়েফ বাসীর মীকাত..... পঞ্চম : (যাতে ইর্ক্ক) বর্তমানে "আয্যারীবাহ" নামে পরিচিত এই মীকাতের নাম "যাতে ইর্ক্ক" হবার কারন হলো এখানে ছোট ছোট পর্বত আছে. ইর্ক্ক শব্দের অর্থ ছোট পর্বত. "যাতে ইর্ক্ক" অথবা "আয্যারীবাহ" পবিত্র মক্কা নগরী হইতে ৭২ কিলোমিটার দূরে অবস্থিত. এই স্থান ইরাক, ইরান সহ উপসাগরীয় অঞ্চলবাসীর মীকাত....

আজকাল বেশির ভাগ হজ্ব যাত্রীই বিমানযোগে সৌদি আরব গমন করেন বিধায় বিমানে উঠার আগেই এহরাম দুরস্ত্ হয়ে যান তবে যে সকল হাজী স্থল ও নৌ পথে হজ্বে গমন করেন তাদের মীকাতের স্থানেই এহরাম বাঁধা বাঞ্চনীয়. পবিত্র মক্কায় বসবাস অথবা অবস্থান কারীদের জন্য কোন মীকাত নাই ওমরাহ ব্যাতীত অন্য যে কোন হজ্বের জন্য (তামাত্তু ক্কিরান ও ইফরাদ বা বড় হজ্বের ক্ষেত্রে ) পবিত্র মক্কা নগরীর যে কোন স্থানে এহরাম দুরস্ত্ হওয়া যায়...পবিত্র কাবা হতে মসজিদুল আয়েশার দূরত্ব মাত্র সাড়ে সাত কিলোমিটার.



পবিত্র সাফা মারওয়ায় আমার মা ও আমি

পবিত্র মক্কার "আল হাইল" অথবা "আল হিল্ল" নামক স্থানে এই মসজিদের অবস্থান. উল্লেখ্য নবী করীম হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) একবার বিপুল সংখ্যক সাহাবায়ে একরামকে সাথে নিয়ে পবিত্র মদীনা নগরী হতে পবিত্র মক্কা নগরীতে আসছিলেন ঐ কাফেলায় নবী করীম (সাঃ) পত্নী ও উম্মুল মোসলেমিন হযরত বিবি আয়েশা (রাঃ) সহ অনেকেই ছিলেন পবিত্র কাবায় গিয়ে সবাই পবিত্র ওমরাহ পালন করবেন বিধায় নবী করীম (সাঃ) সহ বেশির ভাগ সদস্য এহরাম দুরস্ত্ ছিলেন তবে নবী করীম (সাঃ) পত্নী ও উম্মুল মোসলেমিন হযরত বিবি আয়েশা (রাঃ) সহ বেশ কয়েকজন সাহাবী এহরামরে নিয়তে ছিলেন না . কাফেলা যখন পবিত্র মক্কা নগরীর কাছাকাছি পৌঁছালো তখনই আল্লাহর নবীর নির্দেশে হযরত বিবি আয়েশা (রাঃ) যারা এহরাম দুরস্ত্ ছিলেননা তাদের নিয়ে

"আল হাইল" অথবা "আল হিল্ল" নামক স্হানে একটি অস্থায়ী মসজিদে অবস্থান করেন এবং এহরাম দুরস্ত্ অথবা এহরামের নিয়ত করে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে পবিত্র কাবা শরীফে রওয়ানা হন. তখন হতেই এই মীকাতের সৃষ্টি.. এর পরপরই এখানে একটি স্থায়ী মসজিদ নির্মাণ করা হয় যা এখন মসজিদুল আয়েশা নামে সর্বাধিক পরিচিত. মসজিদে তানিম এবং ওমরাহ মসজিদ নামেও এই মসজিদের পরিচিতি আছে. এই মসজিদ পবিত্র মক্কার অন্ততম প্রাচীন মসজিদ. তবে যুগে যুগে সময়ের প্রয়োজনে নির্মাণ ও পূন:নির্মাণের পর বর্তমান অবয়ব পেয়েছে বিশ্বের অন্যতম সুন্দর মসজিদ "মসজিদুল আয়েশা"..

মহান আল্লাহ পাক সকল মুসলমানকে জীবনে একবার হলেও হজ্ব ও জিয়ারতে মদিনা মুনওয়ারার পাশাপাশি "মসজিদুল আয়েশা"য় আসার তৌফিক দান করুন. আমিন...

বিষয়: বিবিধ

৩০৭৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344856
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ। বিশেষ করে মিকাত সম্পর্কে ভালভাবে জানলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File